২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে কমলগঞ্জে ব্যস্ততম বাজার আদমপুর বাজার এ ৪ অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় জনসচেতনতামূলক লিফটে বিতরণ ও পথসভা ও ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ সময় রাস্তায় চলাচলের বিভিন্ন যানবাহন এর ড্রাইভার ও পথচারী জনসাধারণের মধ্যে সচেতন মূলক লিফলেট বিতরণ করা হয়।
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি বলেন, রাস্তায় দুর্ঘটনা হয় অসাবধানতা ও সচেতনতার অভাবে। তাই সবাইকে ট্রাফিক আইন মেনে গতি সীমিত করে যানবাহন চালানোর আহ্বান জানান। মোটরসাইকেল আরোহী মাথায় হ্যামলেট না পড়ার কারণে অধিকাংশ সময় দুর্ঘটনা মারা যায়। তাই প্রতিটি মোটরসাইকেল আরোহীদের মাথায় হেমলেট পরিধান করার আহ্বান জানানো হয়।
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য সালাউদ্দিন আহমেদ,সহ আমির আলী সহ অন্য সদস্য বৃন্দ। উল্লেখ যে ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা মাসব্যাপি সচেতনতা মূল বিভিন্ন কর্মসূচি পালন করার পরিকল্পনা রয়েছে।