আগামী ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ১ অক্টোবর থেকে সড়ক দুর্ঘটনারোধে মাসব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
আজ ৯ অক্টোবর রবিবার দিন ব্যাপি জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপি কর্মসূচি অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখা কমলগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ যায়গায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ মূলক সাইনবোর্ড লাগানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দুস সালাম, সদস্য সচিব এ এস এম কাইয়ুম, সালাউদ্দিন আহমেদ। নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ১ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী সড়ক দূরর্ঘনা প্রতিরোধ মূলক লিফলেট বিতরণ ও ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এ ছাড়া সারা মাস ব্যাপি বিভিন্ন কর্মসূচি রয়েছে।