বগুড়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা’র) গৌরবের ও সাফল্যের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শহরে ১০০জন ছিন্নমুল পথের ধারে থাকা অসহায় শীতার্তমানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
১লা ডিসেম্বর বুধবার রাত ৯টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখার সভাপতি রোটা: মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে নিরাপদ সড়ক চাই এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের বিভিন্ন সড়কের পাশে সুয়ে থাকা ঘরহীন মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম, নিসচা বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, সহ সাধারন সম্পাদক গোলামরব্বানী শিপন, সাংগঠনিক সম্পাদক আল আমিন, প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার নিপু, সদস্য জিল্লুর রহমান, ডা. রায়হান, ডলার ইসলাম প্রমুখ।