গোলাম রব্বানী শিপন, বগুড়াঃ দেশের বৃহত্তম জাতীয় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর গৌরব ও উজ্জ্বলময় ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে।
১ ডিসেম্বর নিরাপদ সড়ক চাই এর ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দিবসটি স্মরনীয় করে রাখতে বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা শাখার আয়োজনে শহরের সাতমাথায় সড়ক দুর্ঘটনারোধে চালক ও পথচারীদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়। এরপর বিকাল ৪টায় বগুড়ার পোড়াপাড়া মুরইল গ্রামে সড়ক দুর্ঘটনা বিষয়ক আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় অঙ্গহানী অসহায় আব্দুল মালেককে নগদ অর্থ ও মাতৃ ছাগল বিতরণ করা হয়েছে।
নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সভাপতি রোটঃ মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে রিজিয়ন বগুড়ার নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমান।
নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২৯ বছর ধরে সড়ক নিরাপদ করতে সড়কে চালক প্রশিক্ষণসহ নানামুখী সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। যার সফল হিসেবে সংগঠনটি ২২ অক্টোবর জাতীয় স্বীকৃকি লাভ করেছে। এদেশে ১৭ কোটি মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়ে সকলের হৃদয়ে স্পন্দন হিসেবে জায়গা করে নিয়েছে। সবাই এক যোগ হয়ে সড়ক নিরাপদে কাজ করলে দেশে সড়ক দুর্ঘটনা শূন্যে নেমে আসবে। এবং কেউ সহজে আকষ্মিক সড়ক দুর্ঘটনা কবলিক হয়ে নিহত বা অঙ্গহানী হবে না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরইল ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, ইউপি সদস্য আক্তারুল ইসলাম, আবু হাসান, সাবেক ইউপি সদস্য, মাকছুদুর রহমান, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, নিসচা কাহালু উপজেলা শাখার সভাপতি সাংবাদিক কুতুবশাহ বাবু, নিসচা জেলার যুগ্ম সাধার সম্পাদক গোলাম রব্বানী শিপন, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক ইমরান তালুকদার নিপু, সদস্য আব্দুল গফুর, শহিদুল ইসলাম প্রমূখ।