সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) পাবনা জেলা শাখার আয়োজনে র্যালী, আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ সন্ধ্যা ৬ টায় দৈনিক সিনসা পত্রিকার কার্যালয়ে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠান শেষে পাবনা প্রেসক্লাবের সামনে থেকে ট্রাফিক মোড় হয়ে আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ শেষে পাবনা প্রেসক্লাবের সামনে শেষ হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) পাবনা জেলা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনাইন (কোয়েল) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন কবি-সাংস্কৃতিক ব্যাক্তিত্বসহ নিসচা পাবনা জেলা শাখার সম্মানিত উপদেষ্টা ও কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. ইফতেখার মাহমুদ, এ্যাড. মির্জা আজিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালি, নিসচা পাবনা জেলা শাখার সম্মানিত উপদেষ্টা অধ্যাপক এস.এম. মাহাবুব আলম, ডা. কোহিনুর বেগম, নিসচা পাবনা জেলা শাখার দপ্তর সম্পাদক মিলন মাহাবুব, মঞ্জুরুল ইসলাম আগা, এবাদত হোসেন, রাতুল, নাইমুল ইসলাম, জহুরুল ইসলাম, আক্তার হোসেন প্রমূখ ।। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিসচা পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক কে.এম. মোখলেছুর রহমান রাসেল।