English

24 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
- Advertisement -

নিসচার আয়োজনে ডুমুরিয়ায় শিক্ষার্থী সমাবেশ

- Advertisements -

ছাত্র জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হউক সবার”এই পতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই সংগঠনের খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে ৮-১০-২৪ মঙ্গলবার সকাল ১১টায় ডুমুরিয়া মহাবিদ্যালয় শিক্ষার্থী সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সহসভাপতি মোঃ শাহজাহান জমাদ্দারের সঞ্চালনায় শিক্ষার্থীদের মাঝে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক নুরুল ইসলাম খান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিসচা উপদেষ্টা অধ্যাপক আব্দুল কাইউম জামাদ্দার, বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন ড, মোঃ ফেরদাউস খান (ভারপ্রাপ্ত অধ্যক্ষ), মোঃ ফজলুল করিম (ওসি খর্নিয়া হাইওয়ে থানা), সরদার শরিফুল ইসলাম (ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ডুমুরিয়া),নিসচা যুব বিষয় সম্পাদক গাজী সোহেল আহমেদ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ খান, সদস্য,শাহারুজ্জামান সবুজ,এম এ জলিল এবং কলেজের শিক্ষক/শিক্ষার্থী সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিরাপদ সড়ক চাই একটি জাতীয় সামাজিক সংগঠন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন, প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারিয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরু করেন। এখন নিরাপদ সড়ক চাই সময়ের দাবি, সকলের দাবি। শিক্ষা গ্রহণ শুধু সার্টিফিকেট অর্জন নয়, শিক্ষার পাশা পাশি নৈতিকতা থাকতে হবে ,দেশের প্রচলিত আইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আমরা সকলে যদি সতর্ক এবং সচেতন হয়ে পথ চলি তাহলে সড়ক দুর্ঘটনা অনেক অংশে কমে আসবে।

পরবর্তীতে সকল শিক্ষার্থীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় সম্পর্কে সচেতনতা মুলক লিফলেট বিতরন করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন