(২২ অক্টোবর, শুক্রবার) সকাল ০৯ টা ৩০ মিনিটে পৌর এলাকার যাত্রাবাড়ী মোড় হতে গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শন করে উপজেলা চত্বরে গিয়ে বর্ণাঢ্য র্যালী শেষ করে পরবর্তীতে উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় অংশ নেয়া হয়।
আজ সেই দিন চলচ্চিত্রের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের প্রিয়তমা স্ত্রী মরহুমা জাহানারা কাঞ্চনের মৃত্যু দিন। সকল জল্পনা,কল্পনা অতিবাহিত করে নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলনের দীর্ঘ ২৮ বছরের ফলশ্রুতিতে ২০১৭ সালের ৫ ই জুন ২২ অক্টোবর কে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তারাই ধারাবাহিকতায় সারাদেশে এক যোগে সরকারি-বেসরকারি ভাবে এবং সামাজিক সংগঠন নিসচা এ দিবসটি পালন করছে। এই দিবস উপলক্ষে ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, হোসাইন মোহাম্মদ হাই জকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও নিসচা ধামরাই শাখার সভাপতি মোঃনাহিদ মিয়া। আলোচনা সভায় ১ম বক্তা হিসেবে নিসচা ধামরাই শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান নজরুল ইসলাম সংগঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং সড়ক দুর্ঘটনা রোধে সংগঠনের ২৫ টি সুপারিশ করেন অতিথিদের উদ্দেশ্যে।
জানা গেছে, জাতীয় নিরাপদ সড়ক দিবস কে কেন্দ্র করে নিসচা ধামরাই শাখা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করছে। কার্যক্রমের ধরণ হিসেবে রয়েছে মাসের শুরুতেই সেচ্ছায় বিভিন্ন সড়কে সপ্তাহ ব্যাপী ট্রাফিক সপ্তাহ পালন, বিভিন্ন স্কুল, কলেজে ট্রাফিক নিয়ম কানুন সম্পর্কে সচেতনতামূলক ক্যাম্পেইন, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের সড়কে চলাচলের নিয়ম সম্পর্কে মতবিনিময় সভা, সড়ক দুর্ঘটনা রোধে মসজিদের ইমামদের করণীয় সম্পর্কে আলোচনা সভা, থ্রী হুইলা চালকদের প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করা, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাটবাজারে সচেতনতা মুলক লিফলেট বিতরণ, গগণসচেতনতা মুলক প্রচারণা, থানা পুলিশের করণীয় সম্পর্কে মতবিনিময় সভা, বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় সভা, পর্দায় পরিবহন শ্রমিকদের সচেতন মূলক নাটিকা প্রদর্শন করা,সড়ক সংস্কারসহ সড়কে বিশৃঙ্খলা রোধে সংস্লিষ্টদের চিঠি প্রদান সহ নানা উদ্যোগ গ্রহণ করেছে এ শাখা সংগঠনের নেতৃবৃন্দরা।
এছাড়া নিসচা ধামরাই শাখার উদ্যোগে শুক্রবার পৌর এলাকার প্রায় ৩০ টি মসজিদে জুমার খুতবায় আগত মুসল্লীদের উদ্দেশ্যে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা মুলক বয়ান করেন ইমামগণ। উক্ত দিবসে বিকেলে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের গুরুত্বপূর্ণ বক্তব্য সদস্যদের সামনে প্রদর্শন করা হয়।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন