‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবসে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের আয়োজনে শুক্রবার বেলা ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়।
র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল, বাগেরহাট সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সাগর সৈকত মন্ডল, সরকারি পিসি কলেজের প্রভাষক নিপুন মন্ডল, বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ের তত্ত্বাবধায়ক নিহার রঞ্জন হালদার, বাগেরহাট ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) মোঃ জহিরুল ইসলাম, বিআরটি বাগেরহাটের পরিদর্শক মোঃ ফরহাদ হোসেন, সড়ক বিভাগ বাগেরহাটের উচ্চমান সহকারী সরোয়ার হোসেন, আব্দুর রহিম, নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার সহসভাপতি পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, সাধারণ সম্পাদক আব্দুর রব সরদার, যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম মইনুল ইসলাম, অর্থ সম্পাদক এস এস শোহান, দপ্তর সম্পাদক মাসুদুল হক, আইন বিষয়ক সম্পাদক সীতা রানী দেবনাথ, প্রচার সম্পাদক সোহরাব হোসেন রতন, নিরাপদ সড়ক চাই, বাগেরহাট শাখার সদস্য , জাহিদুল ইসলাম জাদু, সাদিয়া আফরোজ, মোঃ শহিদুল ইসলাম, তানজীম আহমেদসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন অংশ গ্রহন করেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন