বগুড়ায় নিরাপদ সড়ক চাই জেলা শাখার আয়োজনে সদস্য ফিরোজ মন্ডলের সহযোগিতায় এক মহিলাকে হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণ অণুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।
বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই শাখার সভাপতি রোটা: মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে বৃদ্ধা মহিলা সখিনার হাতে হুইল চেয়ার তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।
বিতরণ অণুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কারও একার নয়। সবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে সড়কে দুর্ঘটনা কমাতে কাজ করতে হবে। তিনি বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই কমিটির উদ্যোগের প্রশংসা করেন। সড়ক দুর্ঘটনারোধের পাশাপাশি অসহায়দের পাশে দাড়ানো নিসচার এই মানবিক কাজের জন্য সকলকে তিনি ধন্যবাদ জানান। সেই সাথে সমাজের প্রতিটি মানুষকে ভালো কাজে সম্পৃত্ত হবার আহবান জানান।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক মো: রকিবুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক আল আমিন, প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার নিপু, প্রকাশনা সম্পাদক জাহিদুল, কার্যকরি সদস্য রায়হান সহ আরো অনেকে।