English

16 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

নিরাপদ সড়ক চাই সৌদি আরব শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

- Advertisements -

নিরাপদ সড়ক চাই সৌদি আরব শাখার ২০২৪-২৫ মেয়াদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি নিরাপদ সড়ক চাই সৌদি আরব শাখার সভাপতি আবদুস সামাদ আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান জাহাঙ্গীর।

অভিষেক অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং নব গঠিত সদস্যদের আইডি কার্ড পরিয়ে দেয়া হয়।

উল্লেখ্য, গত ২৭ তারিখ দুপুর ১২টার ফ্লাইটে বাংলাদেশ থেকে নিরাপদ সড়ক চাই আন্দোলন এর প্রতিষ্টাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ওমরা হজের উদ্দেশ্যে মদিনা রওনা দেন। সেখানে পৌছানোর পর এয়ারপোর্টে ফুল দিয়ে ইলিয়াস কাঞ্চনকে বরন করেন নব গঠিত সৌদি আরব কমিটির নেতৃবৃন্দরা। এসময় উপস্থিতি ছিলেন সৌদি আরব নিরাপদ সড়ক চাই নব গঠিত কমিটির সভাপতি আবদুস সামাদ আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান, সহ সভাপতি মোহাম্মদ এরশাদ, সহ সভাপতি সোহল চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান, কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ সোলাইমান, কার্যকরী পরিষদে সদস্য মোহাম্মদ হারুন ও মোহাম্মদ মহি উদ্দিন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন