English

21 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
- Advertisement -

নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার কর্মিদের স্বেচ্ছাশ্রমে কাঁচা রাস্তা সংস্কার

- Advertisements -

এক কিলোমিটার কাঁচা রাস্তা। গ্রামের লোকজন চলাচল করে। ওই রাস্তা দিয়ে কৃষকেরা মাঠ থেকে বাড়িতে ফসল আনেন। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। অবশেষে নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার কর্মিদের স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করা হয়েছে।

বগুড়া কাহালুর মুরইল গ্রামের পোড়াপাড়ায় সরেজমিনে দেখা যায়, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার ৭-৮জন সদস্য স্থানীয় গ্রামবাসীকে সাথে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রাস্তা সংস্কারের কাজ করছেন। কেউ সড়কের পাশের জমি থেকে মাটি কাটছেন। অনেকে সেই মাটি ঝুড়িতে করে রাস্তায় ফেলছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন রাস্তাটিতে কোনো সংস্কারকাজ করা হয়নি। বিভিন্ন স্থানে মাটি ধসে রাস্তা ভেঙে গেছে। অনেক স্থানে বড় বড় গর্ত। বৃষ্টি হলে সেখানে পানি জমে। চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার কৃষকেরা। তাঁরা মাঠের ফসল ওই রাস্তা দিয়ে ঘরে তুলতে পারছেন না। তাই নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির উদ্যোগে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন তারা।

নিসচা বগুড়া জেলা কমিটির সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগের নেতৃত্বে দপ্তর সম্পাদক ইমরান তালুকদার, প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য রবিউল, মমিন, সোহানসহ অনেক সদস্য আজ দিনব্যাপী সড়ক সংস্কার কাজ করেন।

নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটি থেকে বলা হয়েছে, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দুর্ঘটনারোধের পাশাপাশি সড়ক এর সংস্কার মুলক কাজ করে সড়ককে নিরাপদ করে তোলার প্রচেষ্টা অব্যহত রাখতে সারাদেশে ব্যাপী সকল শাখার সদস্যদের তিনি আহবান জানান। তারই ধারবাহিকতায় বিগত দিনের মতো আমরা যখন যেখানে সড়ক এর দুর্ভোগ এর চিত্র দেখতে পাই। আমাদের সামর্থ অনুযায়ী সেখানে সংস্কার কাজে এগিয়ে আসি। আমাদের নিসচা কর্মিদের এই কার্যক্রম চলমান থাকবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন