আলমগীর হোসেন: জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে জনস্বার্থে কর্মসূচির অংশ হিসেবে জন- সচেতনতামূলক প্রচারাভিযান ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে মাইকিং করে জনসচেতনতা করা হয় চালক ও পথচারীদের। এছাড়াও যাত্রী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর অতিরিক্ত ডিআইজি মোঃ খাইরুল আলম, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবির সোয়েব, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহীনূর ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর সফিকুল ইসলাম, নিসচা দাউদকান্দি শাখার সভাপতি লিটন সরকার বাদল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক ইয়াছিন প্রধান, মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ সেলিনা আকতার, যুব বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, কার্যকরী সদস্য মোঃ রকিব উদ্দিন, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ মেহেদী হাসান, ইকরামুল হাসান, মোঃ রাজিব হোসেন প্রমূখ।