৩১অক্টোবর সোমবার সকাল ১১ টায় ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে ওয়ালটন প্লাজায় নিসচা কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে দেশব্যাপী সাংবাদিক সম্মেলনের অংশ হিসেবে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
সড়ক নিরাপত্তায় প্রতিটা বিষয়কে গুরুত্ব দিয়ে এবারের নিরাপদ সড়ক দিবসের কর্মসুচী পালন করা হয়। নিরাপদ সড়ক চাই ডূমূরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘ ২৯বছর নিরাপদ সড়কের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, নিরাপদ সড়কের দাবি এখন আপনার আমার সকলের, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই সড়ক পরিবহন আইন ২০১৮ পুরোপুরি কার্যকর এবং যথাযথ বাস্তবায়নের জন্য চুড়ান্ত বিধিমালা জারি করার দাবীতে নিরাপদ সড়ক চাই (নিসচা)র পক্ষ থেকে দেশব্যাপী নিসচা’র সকল শাখা সমূহ এক যোগে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর গত১০ অক্টোবর স্মারকলিপি প্রদান করেন। সাংবাদিক ভাইয়েরা সমাজের দর্পণ, সড়ক মহাসড়কে সকল অনিয়মের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাই এবং নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ভাইয়ের পক্ষ থেকে সকল সাংবাদিক ভাইদের প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ, সাংবাদিক অরুন দেবনাথ, আশরাফুল আলম, সিরাজুল ইসলাম, আব্দুস সালাম, সাংবাদিক আখতারুজ্জামান লিটন।
নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, সংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, কোষাধক্ষ্য জুয়েল বিশ্বাস, সংস্কৃতিক সম্পাদক তুষার কান্তি দত্ত, কার্যকরী সদস্য গাজী সোহেল আহমে, সর্দার শরিফুল ইসলাম, আব্দুর রহমান বেপার, এম এ জলিল।