এম জামাল হোসেন মন্ডল: নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ি উপজেলা শাখার উদ্যােগে আজ ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের সকল ভাষা শহীদদের স্মরণে পুস্প স্তবক অর্পণ করা হয়।
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী আমাদের মাতৃভাষা বাঙলা ভাষার জন্য লড়াই করে জীবন দেন সালাম, রফিক, জব্বার ও বরকত সহ নাম না জানা অনেকে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ি উপজেলা শাখার পক্ষ থেকে আজ একুশের প্রথম প্রহরে টঙ্গীবাড়ি উপজেলা শহীদ মিনারে বীর শহিদদের প্রতি পুষ্প স্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন নিরাপদ সড়ক চাই নিসচা।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা জাতীয়তাবাদী দল (বি এন পির) সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আকবর হোসেন, নিসচা টঙ্গীবাড়ি উপজেলা সভাপতি নুর মোহাম্মদ বেপারী, সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপু, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক আরিফ মন্ডল, কার্যকরি সদস্য কামাল হোসেন সার্বেয়ার, কার্যকরী সদস্য বিপু মাদবর, কার্যকরী সদস্য কাজী তামিম, কার্যকরী সদস্য আক্কাস বেপারী, খোরশেদ সহ অন্যান সদস্যগন।