আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ি তুলি নিরাপদ সড়ক চাই টংগিবাড়ী উপজেলা শাখার উদ্যাগে বেত্কা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) বিআরটিএ মুন্সীগঞ্জ, মোঃ তৌহিদুল ইসলাম তুষার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও টংগিবাড়ী উপজেলা শাখার সভাপতি এম জামাল হোসেন মন্ডল , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন আল মামুন, সহকারী শিক্ষক মোঃ সেলিম হোসেন, সভাপতি মুন্সীগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন মোঃ আব্দুল মালেক। অনুষ্ঠান পরিচালনা করেন বিআরটিএ মুন্সীগঞ্জ সহকারী মোটরযান পরিদর্শক মোঃ মিন হাজুল আবেদীন, নিসচার কার্যকরী সদস্য আক্কাস বেপারী, নিসচার কার্যকরী সদস্য মোঃ সুমন মোল্লা প্রমূখ।