নিরাপদ সড়ক চাই টংগিবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে ১০০ পরিবার পেল ঈদ খাদ্য সামগ্রী উপহার। সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানের শেষে এলো খুশির ঈদ, সেই খুশিকে ছড়িয়ে দিতে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) টংগিবাড়ী উপজেলা শাখার উদ্যোগে
গতকাল বুধবার ১৯ এপ্রিল ২০২৩ খ্রিঃ ২৭ রমজান মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলাধীন আব্দুল্লাপুর বাজারে নিরাপদ সড়ক চাই (নিসচা) কার্য্যালয়ের সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০০ অসহায় পরিবারকে ঈদ খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়।
ঈদ খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ভাতের চাউল, পোলাউয়ের চাউল, সয়াবিন তৈল, চিনি, সেমাই, ডাল, পিয়াজ, আলু, লবন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মুন্সীগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ লুফৎর রহমান।
উক্ত অনুষ্ঠানে নিসচা কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও টংগিবাড়ী উপজেলা শাখার সভাপতি এম জামাল হোসেন মন্ডলের সভাপতিত্বে ও নিসচা টংগিবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সেতু দেওয়ান এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তীযোদ্ধা আব্দুল জলিল বেবারী, নিসচা টংগিবাড়ী উপজেলা শাখার, সহ-সভাপতি জয়নাল আবেদীন, নিসচা টংগিবাড়ী উপজেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান, প্রচার সম্পাদক নুর মোহাম্মদ বেপারী, দপ্তর সম্পাদক আরিফ হোসেন মন্ডল, কার্যকরী সদস্য কামাল হোসেন, মোঃ বাবুল শেখ আক্কাস বেপারী সহ আনেকেই।