মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় আজ ২০ এপ্রিল রোজ বৃহস্পতিবার নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঈদ কে সামনে রেখে কমলগঞ্জ উপজেলা বিভিন্ন যায়গায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সচেতনতা ও সড়ক নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ ক্যাপিং করা হয়।
বিভিন্ন যানবাহন এর গাড়ির ড্রাইভার ও পথচারীদের মধ্য লিফলেট বিতরণ ক্যাপিং করা হয়। আজ কমলগঞ্জ পৌরসভার এলাকায় লিফলেট বিতরণ এ উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মোঃ আব্দুস সালাম, নিসচা কমলগঞ্জ শাখা পৃষ্ঠপোষক কমিশনার সৈয়দ জামাল হোসেন,নিসচা শুভাকাঙ্ক্ষী শাহা জামাল চৌধুরী সহ নিসচা কমলগঞ্জ উপজেলার সদস্য বৃন্দ।
নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দুস সালাম জানান যে নিসচা কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারা দেশের সকল উপজেলার সাথে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ মূলক লিফলেট ও ক্যাপিং ঈদের আগ পর্যন্ত পরিচালিত করবে।