খান মহিদুল ইসলাম: নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে নিসচা কেন্দ্র নির্দেশনা অনুযায়ী খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খুলনা জেলা ট্রাফিক পুলিশ, ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা, ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে জনসচেতনতামূলক ক্যাম্পের এবং লিফলেট বিতরণ করা হয়।
৯-৪-২৪ মঙ্গলবার সকাল ১১ টায় নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে সড়ক দুর্ঘটনার রোধে খুলনা জেলা ট্রাফিক পুলিশ, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বৃন্দ, ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় এবং নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়ায় (মহিলা কলেজ টু বালিয়াখালি পর্যন্ত) মোটরসাইকেল শোডাউন, ক্যাম্পেইন, এবং পথচারী চালক শ্রমিকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় ট্রাফিক সার্জেন্ট ইমরান হোসেন এর নেতৃত্বে সড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন , খুলনা জেলা ট্রাফিক পুলিশ , ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বৃন্দ, ডুমুরিয়া থানা পুলিশ, নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র সম্মানিত উপদেষ্টা অধ্যাপক আব্দুল কাইয়ুম জামাদার, সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, যুগ্ন সাধারন সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সংস্কৃতি সম্পাদক তুষার কান্তি দত্ত, কোষাধক্ষ্য রবিউল ইসলাম, কার্যকরী সদস্য, আব্দুল হামিদ সরদার, মেম্বার হাবিবুর রহমান খান, মেম্বার আব্দুল গফফার, গাজী সোহেল আহাম্মদ, আব্দুল হক লিটন, মোঃ আব্দুল্লাহ খান,আব্দুর রহমান বেপারী, এম এ জলিল, সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী।