নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে নান্দাইল চৌরাস্তা এলাকায় আনন্দ র্যালী, আলোচনা সভা ও সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।
নিরাপদ সড়ক চাই নান্দাইল উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ স্নেহাংশু বিকাশ সরকার।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই নান্দাইল উপজেলা শাখার উপদেষ্ঠা সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, উপদেষ্ঠা ও সাংবাদিক আলম ফরাজী, নান্দাইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রমজান আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া, নিরাপদ সড়ক চাই নান্দাইল উপজেলা শাখার সহ-সভাপতি মাসুদ রানা, মাসুদ খান মিলন, অর্থ সম্পাদক মিজানুর রহমান খান সাগর, দপ্তর সম্পাদক আতাউর রহমান খান, সদস্য জিল্লু রহমান খান জীবন, শাখাওয়াৎ হোসেন, বাকি বিল্লাহ খান সহ প্রমুখ।
এসময় উপজেলার বাশঁহাটি গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত সাইদুর রহমানের স্ত্রী দোলেনা আক্তার, অরন্যপাশা গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত উজ্জল মিয়ার পিতা আব্দুল হাকিম, চপই গ্রামের সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ সানি ফকিরের পিতা উয়াসিম ফকির ও ইন্দারগাতি গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত মতি মিয়ার স্ত্রী মোছাঃ শিরিন আক্তারের মাঝে একটি করে মোট ৪টি ছাগল বিতরণ করা হয়।