বগুড়া নন্দীগ্রামে বিধবা এক অসহায় বৃদ্ধা মহিলার দায়িত্ব নিলেন নিসচার কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য জামাল হোসেন। অসহায় বৃদ্ধা গোলাপজান বেগম (৭৫) নন্দীগ্রামের বুরইল গ্রামে থাকেন। স্বামী অনেক আগেই মৃত্যুবরণ করায় তার উপর নেমে আসে ঘোর অন্ধকার। এক টুকরা জমির ওপর কুড়েঘরে বসবাস করেন তিনি।
নিসচার আজীবন সদস্য জামাল হোসেন ওই অসহায় বৃদ্ধা মহিলাকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি মানবেতর জীবনযাপনের লোমহর্ষ বর্ণনা প্রত্যক্ষভাবে শুনে দায়িত্ব নেন তার মাথা গোজার ঠাই কুড়ে ঘরে আসবাব পত্র এবং মাসিক খাবার গতকাল নিরাপদ সড়ক চাই এর আয়োজনে বৃদ্ধা মহিলার হাতে তুলে দেন। এসময় জামাল হোসেন জানান এই মহিলা যতদিন বেচে থাকবেন তার সমস্ত ভরন পোষন এর দায়িত্ব তিনি গ্রহন করবেন।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই কমিটির সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক আল আমিন, অর্থ সম্পাদক জাহিদুল রহমান, দপ্তর সম্পাদক ইমরান তালুকদার নিপু, সদস্য গফুর, আমিন ইসলাম প্রমুখ।