আব্দুল গফুর: নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উদ্যোগে বগুড়ার নন্দীগ্রামে গরিব ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড ও আশেপাশে এলাকায় ২০০ জন গরিব ও অসহায় মানুষের মাঝে লাচ্ছা, সেমাই, চিনি, ছোলা বিতরণ করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা চেম্বার অফ কমার্সের সদস্য জামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, নবীর শেখ, খায়রুল ইসলাম, মো: সোহান, মো: মানিক, মো: রাব্বি হোসেন, মো: মমিন হোসেন, আশিক হোসেন প্রমুখ।
ইফতার সামগ্রী বিতরণ শেষে নিসচার সভাপতি জামাল হোসেন বলেন, রমজান উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণের এই কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে।