ধামরাই ঢাকা: ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই(নিসচা) উপজেলা শাখার উদ্যোগে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী মরহুমা জাহানারা কাঞ্চনের জন্য মাদ্রাসায় ‘শতাধিক’এতিম শিশুদের নিয়ে দোয়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ধামরাইয়ের পৌর সভার পাচঁপীর মাজার শরীফ মাদ্রাসায় এ আয়োজন করা হয়েছে।
১৯৯৩ সালের ২২ শে অক্টোবর চলচিত্র নায়ক ও নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের প্রানপ্রিয় স্ত্রী মরহুমা জাহানারা কাঞ্চন মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন।
সেই দূর্ঘটনায় নায়ক ইলিয়াস কাঞ্চন তার স্বজন হারানোর যন্ত্রণা থেকে দেশের মানুষের কথা চিন্তা করে গড়ে তোলেন নিরাপদ সড়ক চাই আন্দোলন।
তার এই ধারাবাহিক আন্দোলন আজ ২৯ বছরে। ২০১৭ সালের ৫ ই জুনে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ শে অক্টোবর দিনটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষনা করেন।
অতপর সরকারি উদ্যোগে ৬ষ্ঠ বারের মতো এই দিবসটি সারাদেশের ন্যায় ধামরাই উপজেলাতেও নিসচার উদ্যোগে পালিত হয়েছে।
নিসচা ধামরাই উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় মরহুমা জাহানারা কাঞ্চনের জন্য প্রায় “শতাধিক মাদ্রাসা পড়ুয়া এতিম শিশুদের সাথে নিয়ে নিসচার সদস্যদের সহযোগিতায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় দেশবাসিকে যেন সড়ক দূর্ঘটনার কবল থেকে আল্লাহ রক্ষা করে সে বিষয়ে দোয়া করা হয়।