ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী সড়কে শৃঙ্খলায়নের জন্য ট্রাফিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
১লা অক্টোবর বৃহস্পতিবার হতে ৭ ই অক্টোবর বুধবার সপ্তাহব্যাপী সন্ধ্যাকালীন সময়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আসছে ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, “মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ” উক্ত বিষয়কে কেন্দ্র করে মাসের শুরুতেই সপ্তাহব্যাপী ট্রাফিক কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং জাতীয় দিবস পালনসহ মাস জুড়ে রয়েছে সচেতনামূলক নানা কর্মসূচি।
এ বিষয়ে নিসচা ধামরাই শাখার সভাপতি মো:নাহিদ মিয়া বলেন, আসছে ২২শে অক্টোবর নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহানায়ক শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন সাহেবের স্ত্রী মরহুমা জাহানারা কাঞ্চনের মৃত্যু দিন। উক্ত দিনটিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০১৮ সালের ৫ই জুন জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা থেকে সারাদেশে এখন সরকারি ভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেব পালিত হচ্ছে। উক্ত দিবস কে কেন্দ্র করে নিসচার কেন্দ্রীয় চেয়ারম্যানের নির্দেশনায় সারাদেশে নিসচার শাখা সংগঠন গুলো নানা কর্মসূচি পালন করছে। এর ধারাবাহিকতায় ধামরাই শাখার সদস্যরা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়ে কার্যক্রম পরিচালনা করবে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন