মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।
ধামরাই থানা পুলিশ ও নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পৌরশহরের ঢুলিভিটা বাস স্ট্যান্ডে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নিসচা ধামরাই শাখার সভাপতি নাহিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা, পুলিশ পরিদর্শক কামাল হোসেন, কাওয়ালীপাড়া পুলিশ ফাড়ির পরিদর্শক রাসেল মোল্লা, ডি-লিংক পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম রতন, ধামরাই প্রেসক্লাবের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক ও ধামরাই নিউজ২৪ ডট কমের সম্পাদক আনিস উর রহমান স্বপন, সাবেক সভাপতি বাবুল হোসেন প্রমুখ ।
উক্ত সভায় নিসচা ধামরাই শাখার সভাপতি মোঃনাহিদ মিয়া বলেন,পরিবহণ শ্রমিক ভাইদের জীবনযাত্রার মান উন্নত করতে হবে,তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নজর দিতে হবে।
এ সময় প্রধান অতিথি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দীপক চন্দ্র সাহা বলেন, ১৯৯৩ সালে মরহুমা জাহানারা কাঞ্চনের মৃত্যুর শোককে বুকে চাপিয়ে মহানায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক আন্দোলনে ঝাপিয়ে পড়েন সড়ক নিরাপদ করার লক্ষ্যে। সেই সুবাধে আজ সারাদেশের ন্যায় জাতীয় ভাবে ৪র্থ বারের মতো দিবসটি পালিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক উন্নয়নে অনেক ভুমিকা রাখছে এতে অতি অচিরেই সড়ক দুর্ঘটনা বাংলাদেশ হতে অনেকাংশে হ্রাস পাবে।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে অদক্ষ, অপ্রাপ্ত বয়স্ক চালক, সহযোগীদের দিয়ে গাড়ি চালানো বন্ধ করতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানানো হয়।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন