সড়ক দুর্ঘটনা ও বিশৃঙ্খলা রোধকল্পে জনসচেতনতা মুলক কর্মসূচি পালন করেন গোলড়া হাইওয়ে থানা পুলিশ ও নিসচা ধামরাই শাখার নেতৃবৃন্দরা।
শনিবার ৫ অক্টোবর বিকেল- ০৪টায় কালামপুর বাসস্ট্যান্ড এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশে চলমান মাসব্যাপী কর্মসূচির অন্তর্ভুক্ত ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে দুর্ঘটনা রোধকল্পে সচেতনতা মুলক বিভিন্ন কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় ৫ম দিনে কালামপুর বাসস্ট্যান্ডে সড়কে যত্রতত্র যানবাহন রাখা এবং সড়কের উপর ভ্রাম্যমাণ দোকানপাট বসানোকে কেন্দ্র করে সড়কে প্রতিনিয়ত বিশৃঙ্খলা যানজট লেগেই থাকে।
উক্ত বিষয়টি কেন্দ্র করে শনিবার বিকেলে গোলড়া হাইওয়ে থানা পুলিশ ও নিসচা ধামরাই শাখার উদ্যোগে যাত্রী সাধারণের মাঝে লিফলেট বিতরণ, গণপরিবহনে স্টিকার লাগানো, চালকদের মাঝে সচেতনতা মুলক আলোচনা করা হয়।
এ সময় গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রুপল দাস বলেন, সড়ক ব্যবস্থাপনায় সকল অনিয়ম দূরীকরণের মধ্যে নিরাপদ সড়ক বাস্তবায়নে কাজ করতে হবে। সড়কের উপর কোন হাটা-বাজার বসা যাবে না এবং যেখানে সেখানে গাড়ি রেখে যানজট সৃষ্টি করা হলে সড়ক পরিবহন ২০১৮ আইনে মামলা বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আজকে নিরাপদ সড়ক চাই এর নেতৃবৃন্দের সচেতনতা মুলক কর্মসূচিতে আমরাও যুক্ত হয়ে এক সাথে সড়ক দুর্ঘটনা রোধকল্পে কাজ করে ভালো লাগছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে আমরা পাশে থাকব।
উক্ত বিষয়ে নিসচা ধামরাই শাখার সভাপতি এম.নাহিদ মিয়া বলেন, প্রতিবছরে জাতিসংঘের হিসাব অনুযায়ী ২৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এর মধ্যে ১৬ বছর থেকে ৬৫ বছর বয়সের মানুষ বেশী মারা যায় এ র অন্যতম কারন এ বয়সের মানুষ গুলো কর্মসংস্থানের জন্য সড়কে বের হতে হয়। সুতরাং জীবন রক্ষার্থে সবাইকে সচেতন হতে হবে এবং সড়কে কেউ অনিয়ম করবে না বলে উপস্থিত সকল চালকদের প্রতিজ্ঞা করানো হয়।
এ কর্মসূচিতে গোলড়ার হাইওয়ে পুলিশ ও নিরাপদ সড়ক চাই,ধামরাই উপজেলা শাখার নেতৃবৃন্দ শৃঙ্খলাআনয়নে কাজ করেন।