ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় উদ্ধার তৎপরতা বৃদ্ধি ও দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও নিসচা’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার ১৫ অক্টোবর সকাল-১০টায় ফায়ার স্টেশনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, নিরাপদ সড়ক চাই(নিসচা)ধামরাই উপজেলা শাখার মাসব্যাপী জনসচেতনতা মুলক কর্মসূচির ১৬ তম কার্যদিবসে সড়কে দুর্ঘটনা কবলিত ব্যক্তিদের দ্রুত উদ্ধার তৎপরতা বৃদ্ধি করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে সু-চিকিৎসা নিশ্চিত কল্পে ব্যবস্থাগ্রহণ বিষয়ক আলোচনা করা হয় ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ মো:সোহেল রানার সাথে।
এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন নিসচা ধামরাই শাখার নেতৃবৃন্দের বেশ কিছু প্রস্তাবিত বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে সড়ক দুর্ঘটনায় কবলিত ব্যক্তিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সাথে স্বেচ্ছায় কাজ করার জন্য প্রশিক্ষণের দাবি করা হলে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন কর্তৃপক্ষ।
এছাড়া নিসচা ধামরাই উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলির সদস্য হিসেবে থাকার প্রস্তাব প্রক্কালে ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মো:সোহেল রানা সাদরে গ্রহণ করে ফরম পূরন করে যুক্ত হন নিসচা পরিবারে।
উক্ত আলোচনায় নিসচা ধামরাই শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।