ঢাকার ধামরাইয়ে ঈদকে সামনে রেখে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে অবৈধ পার্কিং, হাট-বাজার উচ্ছেদসহ থ্রী হুলার চালকদের সাথে পথসভা করেন থানা পুলিশ ও নিসচা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
রবিবার ২৫ জুন সকাল ১১ টা থেকে এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, ঢাকা আরিচা মহাসড়কের উপরে হাট-বাজার, ভ্রাম্যমাণ দোকান পাট, রেন্টিকার স্ট্যান্ড, গাড়ি পার্কিং এবং সড়কে বেপরোয়া ভাবে চলাচল করার ফলে দুর্ঘটনার ঘটছে এছাড়াও সড়কে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আসন্ন ঈদুল আযহা কে কেন্দ্র করে এসব বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে সরকারের উর্ধতন কর্মকর্তাদের। তারই ধারাবাহিকতায় ধামরাই থানার অফিসার ইনচার্জ মো:হারুন অর রশিদ এর নেতৃত্বে প্রায় ১৭ কি:মি এলাকায় বিভিন্ন বাসস্ট্যান্ডে থ্রী হুইলার চলাচল বন্ধে চালকদের নিয়ে পথসভা করা হয়। উক্ত কাজে সার্বিক সহযোগিতা করেন নিসচা’র ধামরাই শাখার সদস্যরা।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন,ঈদ কে সামনে রেখে সারাদেশের ন্যায় ধামরাই এড়িয়াতে আমরা কঠোর ব্যবস্থাপনা করছি। ঘরমুখো মানুষের জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য থাকবে পাশাপাশি নিসচা’ ধামরাই শাখার সদস্যরা আমাদের সাথে এই কাজে অংশ নেবেন।