ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষদের নিরাপত্তার স্বার্থে নিরাপদ সড়ক চাই(নিসচা)ধামরাই শাখার উদ্যোগে সড়কে শৃঙ্খলাআনয়নে ট্রাফিক কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার(২৭ মার্চ) ঢুলিভিটা বাসস্ট্যান্ডে সকাল থেকে সারাদিন ব্যাপি এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
জানা গেছে, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের পথে ভোগান্তি দূরীকরণের জন্য নিসচা’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশক্রমে প্রতিবছরের ন্যায় এ বছরেও এমন কার্যক্রম হাতে নিয়েছে সারাদেশে প্রায় শতাধিক শাখা সংগঠন।
তারই ধারাবাহিকতায় নিসচা ধামরাই শাখার উদ্যোগে এ বছরেও সড়কে নানা সমস্যা,উল্টো পথে যাতায়াত, অবৈধ পার্কিং সহ বিশৃঙ্খলা রোধকল্পে ঈদ আগ মুহুর্তে ট্রাফিক কর্মসূচি পালন করছে সংগঠন এর নেতৃবৃন্দ।
উক্ত কর্মসূচিতে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর নেতৃত্বে ২০ সদস্যবিশিষ্ট একটি টিম সড়কে কাজ করেছেন।