আলমগীর হোসেন,দাউদকান্দি: জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচির অংশ হিসেবে ২০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ সড়ক সম্পর্কে অবহিত করণ সভা হয়েছে।
নিসচা দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে অবহিত করণ সভায় কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল স্কুল শিক্ষার্থীদের নিরাপদ সড়কের নিয়ম কানুন সম্পর্কে
ধারনা দেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এসময় দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেন, সদস্য মোসাম্মৎ শেলিনা আক্তার, মোঃ ইব্রাহিম সরকার রাসেল ও মোঃ তারিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হবে। এবারের প্রতিপাদ্য বিষয় “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি”।