ইসমাইল হোসেন, সাভার থেকেঃ ঈদুল ফিতর কে কেন্দ্র করে ঢাকার প্রবেশদ্বার খ্যাত সাভারের আমিন বাজারে মহাসড়কের দুই পাশে ফুটপাত ও সড়কের অনেকটা অংশ দখল করে গড়ে উঠেছে অস্থায়ী দোকান পাট। এসব দোকানে ক্রেতাদের ভীর বাড়ার সাথে সাথে সড়ক সরু হয়ে যাচ্ছে। যানবাহন চলাচলে বেগ পেতে হচ্ছে চালকদের। সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের।
বিষয়টি উপলব্ধি করে নিসচা সাভার উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন তার টিম এবং স্থানীয় ট্রাফিক ইন্সপেক্টর বিমল সরকার কে সাথে নিয়ে আজ ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা এসব অস্থায়ী দোকান পাট উচ্ছেদ সহ সড়কের শৃঙ্খলা আনয়নে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করেন।
এ কার্যক্রম টি স্থানীয় পার্যায়ে ব্যাপক প্রশংসিত হয় এবং স্থানীয় জনগণ সক্রিয় সহযোগিতা করেন। এসময় টি আই বিমল সরকার এমন কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রাখতে এবং তাদের কে সহযোগিতা করতে নিসচা সাভার উপজেলা শাখা কে আহবান জানান। প্রত্যুত্তরে নিসচা সভাপতি তার আন্তরিকতার জন্য টি আই বিমল সরকার কে ধন্যবাদ জানান এবং এমন কর্মসূচি চলমান থাকবে এবং নিসচা টিম সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন।