খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া: খুলনার ডুমুরিয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে পবিত্র ঈদ-উল ফিতরে নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিন ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে পালিত হয়।
২৭-৩-২৫ বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা- সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে নিসচা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে এবংখুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় সড়কের চলাচলত পরিবহন, চালক, শ্রমিক,পথচারীদের মাঝে সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ এবং সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানানো হয়।
লিফলেট বিতরনে উপস্থিত ছিলেন, খুলনা জেলা ট্রাফিক সার্জেন্ট রানা সহ সঙ্গীও ফোর্স, সিনিয়র সাংবাদিক বেলায়েত হোসেন,নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা উপদেষ্টা অধ্যাপক আব্দুল কাইউম জমাদ্দার ,সভাপতি খান মহিদুল ইসলাম , সহ-সভাপতি গাজী আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো,যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, কার্যকরী সদস্য শাহাবুজ্জামান সবুজ ,এম এ জলিল, আব্দুর রহমান ব্যাপারী , খান মুজাহিদুল ইসলাম সেতু সহ নিসচা শুভাকাঙ্ক্ষী বৃন্দ।