English

17 C
Dhaka
শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
- Advertisement -

টেকনাফে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

- Advertisements -

“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টেকনাফে “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪” পালিত হয়েছে। এ উপলক্ষ্যে হ্নীলা স্টেশনে সকাল ০৯ টায় নিসচাও হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে রেলিও সমাবেশ অনুষ্টিত হয়।

নিসচা টেকনাফ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল খালেদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ফায়সাল উদ্দিন খোকার সঞ্চালনায়। উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী উপস্হিত ছিলেন। হ্নীলায় হাইওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর আবুল হোসাইনও পুলিশ সদস্য বৃন্দ এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

নিসচা- টেকনাফ উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহমান হাশেমী, সাধারন সম্পাদক ফায়সাল উদ্দিন খোকা, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আমিন, অর্থ সম্পাদক আতিকুল হাই, দূর্ঘটনা অনুসন্ধান সম্পাদক ঈসাঁ খাঁন, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুর রহিম, অফিস সম্পাদক মোঃ দিলদার আহমদ, প্রচার সম্পাদক হামিদ হোসাইন হেভী, সাংস্কৃতিক সম্পাদক কবি আজিজুর রহমান, সদস্য নুর মোহাম্মদ, কবি এরশাদুর রহমান, শহিদ উদ্দিন, মিজান,সাইদুর রহমান প্রমুখ। টম টম সমিতিও সিএনজি সমিতির সদস্য বৃন্দ । বক্তারা বলেন নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য জনসাধারণ,চালক,বাস মালিক ও প্রশাসনের সবাইকে সম্মিলিত ভুমিকা রাখতে হবে।

৩য় বারের মতো সরকারি ভাবে নিরাপদ সড়ক দিবস-২০২৪ পালন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। চালকদের উন্নত প্রশিক্ষণ ও ট্রাফিক আইন সম্পর্কে আরো সচেতন হবে। অদক্ষ ও মাদকাসক্ত ব্যাক্তি গাড়ি চালানোর কারণে নিয়মিত সড়ক দুর্ঘটনা হচ্ছে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। তিনি আরো বলেন, নিরাপদ সড়ক চাই টেকনাফ উপজেলাড় শাখা নিরাপদ সড়ক বাস্তবায়নে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার পরামর্শ দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়াও নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, নিরাপদ সড়ক চাই টেকনাফ উপজেলার সকল সদস্যরা এই অঞ্চলের সড়ক দুর্ঘটনা কমানো ও নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠালগ্ন থেকে। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে বিভিন্ন চালকদের জন্য ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন ও রাস্তার পাশে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং চিহ্নত করনও বিভিন্ন দুর্ঘটনা প্রবণ এলাকায় সচেতনামূলক বিলবোর্ড স্থাপন সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরিশেষে সড়ক আন্দোলনের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন