‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্য ২২অক্টোবর শনিবার টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসন ও বিআরটিএ টাঙ্গাইল সার্কেল এর আয়োজনে অনুষ্ঠিত শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখা।
শোভাযাত্রাটি সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস প্রদক্ষিণ করে। পরে নগরজলফৈ এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একইসঙ্গে নিসচা টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির নেতৃত্বে নিরাপদ সড়ক চাই (নিসচা), টাঙ্গাইল জেলা শাখার এক বর্নাঢ্য রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে অনুষ্ঠিত জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মো: আতাউল গনি, জেলা প্রশাসক, টাঙ্গাইল, সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল, এসএম সিরাজুল হক আলমগীর, মেয়র, টাঙ্গাইল পৌরসভা, মো: শাহজাহান আনছারী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ টাঙ্গাইল সদর, রানুয়ারা খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, টাঙ্গাইল সদর উপজেলা, বিআরটিএ টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আলতাব হোসেন, নিরাপদ সড়ক চাই(নিসচা), টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার, সহ-সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চু, সহ-সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ, সহ-সম্পাদক এ.কে.এম. মহিবুজ্জামান মুক্তা, সহ-সম্পাদক সাইদুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. মামুন জামান, আইন বিষয়ক সম্পাদক এড. নাদিম উদ্দিন, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম, যুব বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম দিনার, কার্যকরী সদস্য অনিক রহমান বুলবুল, লায়লা আঞ্জুমান ঝুমুর, জাহিদ রানা, খন্দকার সজিব রহমান, ইন্জিনিয়ার মিজান প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে।