নিজস্ব প্রতিবেদক: এবারের প্রতিপাদ্য আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি ” আজ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উপলক্ষে টংগিবাড়ী উপজেলা শাখার আয়োজনে নিরাপদ সড়ক চাই (নিসচা) টংগিবাড়ী উপজেলা শাখার র্যলী ও সমাবেশ অনুষ্টিত হয়।
দুপুর ১২ টায় মুন্সীগঞ্জের টংগিবাড়ী দিঘির পাড় ইউনিয়নে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাস্হ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক অধ্যাপক ডাঃ আবু ইউসুফ ফকির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হালদার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই, কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদ সদস্য ও টংগিবাড়ী উপজেলা শাখার সভাপতি এম জামাল হোসেন মন্ডল, সঞ্চালন ছিলেন নিসচা টংগিবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইফুল রহমান, বক্তব্য রাখেন নিসচা টংগিবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আলমগীর মিয়া, এপেক্স ক্লাব অব বিক্রমপুর এর সভাপতি এডভোকেট জানে আলম প্রিন্স, নিসচা টংগিবাড়ী উপজেলা শাখার কার্যকরী সদস্য নাজমুল হাসান, সদস্য খোকন প্রমূখ।