“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়”এই শ্লোগানকে ধারন করে নিরাপদ সড়ক চাই কুমিল্লা জেলা শাখার উদ্যোগে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিধিমালা চুড়ান্ত ও অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে পেশ করা হয়েছে।
১০ অক্টোবর সোমবার বেলা ১১ টায় কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ে উপ-পরিচালক,স্থানীয় সরকার বিভাগের অপর্না বৈদ্যের নিকট স্মারকলিপি তুলে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা)কুমিল্লা জেলা শাখা সহ-সভাপতি এড. মোঃ আব্দুল কাদের তাহের,সহ-সভাপতি কাজী জহিরুল ইসলাম রিজভী রিকর, রোটা.কাজী জাকির হোসেন,বি এম মালেক রিপন,মোঃজহিরুল ইসলাম,মোঃ মাসুদ খান, জিল্লুর রহমান জুয়েল,মোঃ মশিউর রহমান রাজু,মোঃওয়াজকুরুনি,মোঃআব্দুল ওয়াদুদ, আব্দুল হক সিদ্দিকী, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ হুমায়ূন কবির ওমোঃ বিল্লাল হোসেন ও সহ প্রমুখ।
এসময় কুমিল্লা জেলার সড়ক দূর্ঘটনার বিষয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা এবং ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।