মৌলভীবাজার জেলার জুড়ীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখার আয়োজনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) উপজেলা শাখার আহবায়ক সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে এবং সিরাজুল ইসলাম জসীমের সঞ্চালনায় অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক প্রভাষক লিটন রঞ্জন দত্ত, যুগ্ম আহবায়ক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, কার্যকরী সদস্য মনিরুল ইসলাম, মুহিবুর রহমান, জসীম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দেশবাসীকে এগিয়ে আসার আহবান জানান। জাতির জনকের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যদণ্ড কার্যকর করার জন্য বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানান।
পরিশেষে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাত বরণকারী শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।