জসিম উদ্দিন, জুড়ী, মৌলভীবাজার প্রতিনিধি: ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্য সামনে রেখে নিরাপদ সড়ক চাই নিসচার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিসচা জুড়ী উপজেলা শাখার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ ডিসেম্বর) বিকাল ৩ টায় এম এ আসুক নাইট চৌমুনী হতে র্যালীটি শুরু করে নিউ মার্কেট গিয়ে শেষ হয়। পরে নিসচার অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- নিসচা জুড়ী উপজেলা শাখার , সহ সভাপতি সিরাজুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ফখরুল আবেদীন রুবেল, অর্থসম্পাদক জসিম উদ্দিন, সাংস্কৃতিক বিষযক সম্পাদক আশরাফুল ইসলাম, কার্যকরী সদস্য রেজাউল করিম প্রমুখ।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুহিবুর রহমান। আলোচনা শেষে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।