জুড়ী প্রতিনিধি, মৌলভীবাজার: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কপথকে দুর্ঘটনামুক্ত রাখতে ও স্বস্তির ঈদ যাত্রার লক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখার উদ্যোগে ও বাংলাদেশ পুলিশ জুড়ী থানার সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক চত্বরে সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বুধবার (১০ এপ্রিল) দুপুর ২টায় ক্যাম্পেইনপূর্বক পথসভা অনুষ্ঠিত হয়। নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকারের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন সহ-সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, সিরাজুল ইসলাম জসীম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফখরুল আবেদীন রুবেল, অর্থ সম্পাদক জসীম উদ্দিন, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসাইন শান্ত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য এবাদুর রহমান, শেখ নোমান আহমেদ, খুরশেদ আলম, এনাম উদ্দিন, জোবায়ের আহমদ প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন জুড়ী উপজেলা মুক্ত স্কাউট।