English

25 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

জুড়ীতে অটোরিকশার ধাক্কায় শিশু তালহার মৃত্যুর প্রতিবাদে নিসচা শাখার মানববন্ধন

- Advertisements -

জহিরুল ইসলাম সরকার: মৌলভীবাজারের জুড়ীতে অটো রিক্সার ধাক্কায় শিশু তালহার মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে বীর মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক চত্বরে নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জসীমের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি তাহমিদ ইশাদ রিপন, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, নিসচা বড়লেখা উপজেলা সহ-সভাপতি আব্দুল আজিজ।

উপস্থিত ছিলেন শিশু তালহার পিতা স্কুল শিক্ষক মোস্তাকিম হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জুড়ী উপজেলা শাখার সহ-সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সহ-সভাপতি আবুল হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, কার্যকরী সদস্য ইঞ্জিনিয়ার ফখরুল আবেদিন রুবেল, আব্দুল্লাহ শহীদ জাবের, আশরাফুল ইসলাম আরজু, মাসুম ইসলাম জিসান, অটোমোবাইল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রাধাকান্ত দাস, সোহেল আহমদ, এনামুল হক, মৌলভীবাজার জেলা সিএনজি শ্রমিক জুড়ী উপজেলা শাখার সাবেক সহ সভাপতি খুরশীদ আলম গাজী, ব্যবসায়ী হাবিবুর রহমান, তৌকির আহমেদ সুজন প্রমুখ।

শিশু তালহার পিতা মোস্তাকিম হোসেন বক্তব্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন। তিনি দুর্ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। শিশু তালহাকে নিয়ে ১০ ডিসেম্বর বিকেলে হাটতে বেরিয়েছিলেন। কিন্তু বেপরোয়া অটো রিকশা তার একমাত্র সন্তানকে কেড়ে নিয়েছে। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। মোস্তাকিম হোসেনের বক্তব্যে সবার চোখ অশ্রুসিক্ত হয়। তিনি প্রশাসনের নিকট শিশু সন্তান হত্যার বিচার দাবি করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন