English

19 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

চাঁদপুরে নিরাপদ সড়ক চাই এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও পথসভা

- Advertisements -

এস এম রাসেল,চাঁদপুর: ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার। এবারের এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে নিরাপদ সড়ক চাই -এর সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা সভাপতি এমএ এ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ একরামুল হক। তিনি বলেন, সড়কে কখনো দেখেছি চালকের সমস্যা আবার কখনো সাধারণ মানুষের সমস্যা। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতেছি। এছাড়াও যারা লাইসেন্স বিহীন অবৈধভাবে গাড়ি চালায়, তাদের লাইসেন্সের বিষয়টি আমরা আরো ভালোভাবে দেখবো।

গতকাল ১ডিসেম্বর(রবিবার)সকালে নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার উদ্যোগে চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত র্্যালি ও পথ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,অনেক সময় আমরা দেখি হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছে। তাও আবার একসাথে তিনজন বসে। এরপর অপ্রাপ্ত বয়স্ক ব্যাক্তিরাও অহরহ গাড়ি চালাচ্ছে। আমরা এগুলো বন্ধ করার কাজ করছি। এই বিষয়ে যথাযথভাবে পদক্ষেপ নিচ্ছি।সড়ককে নিরাপদ রাখতে আমরা নিয়মিত অভিযান অব্যাহত রেখেছি।

র্্যালি ও পথ সভা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)রাশেদুল হক চৌধুরী, জেলা বিআরটিএ উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন, চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমান উল্লাহ আল হাসান।

নিরাপদ সড়ক চাই জেলা সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর ট্রাফিক বিভাগের সার্জন আল নাহিয়ান, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান,যুগ্ম সম্পাদক শাহ আলম, কোষাধ্যক্ষ আলী শেখ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুসলিম মিয়াজী, দপ্তর সম্পাদক মতিন তপাদার, প্রচার সম্পাদক এসআই আকাশ,সদস্য যথাক্রমে বাদল, খোকন, আমানুল্লাহ আমান, শাহাদাত হোসেন মীর , হাবিবুর রহমান প্রমুখ। এছাড়াও চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন