নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা কমিটি নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় ।
নিসচার জেলা সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ-সভাপতি মাওলানা মোঃ আবদুর রহমান গাজী, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সাবেক সদস্য সচিব শওকত করিম।
সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মুসাদ্দেক আল আকিবের পরিচালনায় উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, প্রকাশনা সম্পাদক এমএ খালেক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুসলিম মিয়া, দপ্তর সম্পাদক মামুন শনি, সদস্য মোহাম্মদ আলী, মোঃ বাদশা, মোঃ রহমত উল্লাহ রিপন সাংবাদিক জিএম ইমাম হোসেন, মোঃ রুবেল প্রমুখ।