খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া: ২১-২-২৩ মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিটে ডুমুরিয়া কলেজ শহীদ মিনারে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে নিসচা কেন্দ্রীয় কর্মসূচীর সাথে সঙ্গতি রেখে দিবসটি পালন করা হয়। নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা কার্যালয় থেকে সকাল ৮.৩০ মিনিটে ব্যানার ,ফুল নিয়ে ডুমুরিয়া মহাবিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম, অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার, প্রফেসর মোঃ নুরুল ইসলাম খান, খান আনিসুজ্জামান, নিসচা সভাপতি খান মহিদুল ইসলাম, সহ সভাপতি শাহেদ শরীফ রায়হান, গাজী আবদুল আজিজ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, সহ-সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, দপ্তর সম্পাদক সবুজ কুমার দাস, কার্যকারী সদস্য সরদার বাদশা,মোঃ গাজী সোহেল আহমেদ,জিএম তহিদুল ইসলাম, মোঃ আব্দুর রহমান,নজরুল গোলদার,শ্যামল কুমার দাস, মুজাহিদুল ইসলাম সেতু,শীলা রানী, আব্দুল জলিল,তাজিমুল ইসলাম সোহেল সহ ইজিবাইক চালক, শ্রমিক শ্রমিক বৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সড়কে দুর্ঘটনা এড়াতে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করা হয়।