নিরাপদ সড়ক চাই (নিসচা) এর খুলনা মহানগর শাখার উদ্যোগে খুলনার সাতরাস্তা মোড়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৯ অক্টোবর) দুপুরে খুলনার এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২৭ নং ওয়ার্ড কাউন্সিলার জেডএ মাহমুদ ডন।
লিফলেট বিতরণকালে সাতরাস্তার মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাইয়ের খুলনা মহানগর শাখার সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব।
নিসচার খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার পরিচালনায় পথসভায় বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও নিসচার উপদেষ্টা বাবু শ্যামল সিংহ রায়, বিশিষ্ট ব্যবসায়ী খান হাফিজুর রহমান, কেসিসির ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস হোসেন লাবু, আওয়ামী লীগ নেতা হায়দার আলী, এসএমএ রহিম, নিসচার খুলনা মহানগর শাখার সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন,সহ-সম্পাদক রুহুল আমিন সোহাগ, অর্থ সম্পাদক মো.নাজমুল হোসেন, কার্যনির্বাহী সদস্য আহসান পারভেজ তুরান, মো. শামীম হোসেন, আবু মুছা,তানিয়া সুলতানা, কাজী রাসেল, আরাফাত হোসেন, মফিজ আহমেদ মজুমদার প্রমুখ।
পথ সভার আগে পথচারী, যানবাহনের ড্রাইভার-হেলপার ও যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিসচার লিফলেট বিতরণ করা হয়।
পথসভায় বক্তারা বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা কোনো একটি নির্দিষ্ট পক্ষের দায়িত্ব নয়। সরকার, নীতিনির্ধারক, পুলিশ, গণমাধ্যম, ব্যক্তিপর্যায়সহ সব পক্ষেরই এ বিষয়ে দায়িত্ব রয়েছে। আইন প্রয়োগের চেয়ে সব পক্ষের সচেতনতা, জনসচেতনতা এবং সমন্বিত উদ্যোগই পারে সড়কে মৃত্যুর হার কমিয়ে আনতে।