নিরাপদ সড়ক চাই( নিসচা) কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে কেশবপুর উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক আইন, রাস্তা পারাপারের নিয়ম সম্বলিত জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার আহবায়ক জনাব মোঃ হারুনার রশীদ বুলবুল এর নেতৃত্বে আজ সকাল ১০-৩০ মিনিটে এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন (নিসচা) সদস্যগন মোঃ শরিফুল ইসলাম, সেলিম রেজা, শাহানাজ পারভীন, সালমা আক্তার, ইসরাফিল,মমতাজ খাতুন,তহমিনা খাতুন, সহ নিসচার নেত্রীবৃন্দ। মোঃ হারুনার রশীদ বুলবুল বলেন নিসচা চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি ২১শে পদক প্রাপ্ত চিত্র নায়ক জনাব ইলিয়াস কাঞ্চন মহোদয় এর হাতকে শক্তিশালী করতে, সড়কে শৃঙ্খলা ফেরাতে, ট্রাফিক আইন মেনে চলতে, রাস্তা পারাপারের নিয়ম মেনে চলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন সড়কে দূর্ঘটনা প্রতিরোধে শ্রমিক নেতা, রাজনৈতিক নেতা সহ সকল শ্রেণির পেশাজীবি মানুষ কে সংগে নিয়ে কাজ করবেন।