English

25 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

কিশোরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

- Advertisements -

ফারুকুজ্জামান কিশোরগঞ্জঃ আইন মেনে সড়ক চলি, নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‍্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্বে দেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ বখতিয়ার উদ্দিন।

জেলা প্রশাসক কার্যালয়ের লাইব্রেরিয়ান সারোয়ার আহমেদ খান সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া। বক্তব্য দেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুর রহমান, নিরাপদ সড়ক চাই(নিসচা)জেলা কমিটির উপদেষ্টা বাদল রহমান, সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁঞা, জেলা মালিক সমিতির আহব্বায়ক হেলাল উদ্দিন মানিক, জেলা কৃষক লীগের স্বাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯৩ সালের আজকের এইদিনে (২২ অক্টোবর) মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মর্মান্তিকভাবে নিহত হন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন। এরপর থেকেই ইলিয়াস কাঞ্চন দেশব্যাপী ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১ ডিসেম্বর ১৯৯৩ সালে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হয় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) শীর্ষক একটি সংগঠন। যা আজ জাতীয়ভাবে পালিত হয়ে আসছে দেশব্যাপী।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন