English

27 C
Dhaka
সোমবার, অক্টোবর ২৮, ২০২৪
- Advertisement -

কাউখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

- Advertisements -
Advertisements
Advertisements

২২ অক্টোবর ২০২০ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই কাউখালী উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, লিফলেট, মাস্ক বিতরণ সহ ব্যাপক কর্মসূচী পালিত হয়। কাউখালী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কাউখালী থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ, উপজেলা বিআরডিবি ‘র চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন, ইপসার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ওমর শরীফ। এছাড়াও  বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি মোহাম্মদ আফসার,সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন বাংলাদেশের সড়ক আইন সংশোধন হয়েছে, ট্রাফিক আইন ভঙ্গ,বেপরোয়া চালনা ও দূর্ঘটনার সংঘঠিত  হওয়ার ক্ষেত্রে কঠিন আইনের বিধান রয়েছে, কিন্তু অশিক্ষিত, অনভিজ্ঞ ড্রাইভারদের অসেচতনার জন্য প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা বাড়ছে, পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবহন শ্রমিক নেতাদের অতিরিক্ত বাড়াবাড়িতে আইন কার্যকর করাও কঠিন হয়ে পড়ে।
তিনি সড়ক আন্দোলনের কর্ণার চলচিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে কাউখালী সফরের আমন্ত্রণ জানান। অন্যান্য বক্তাগণ আইনের যথাযথ প্রয়োগ, সড়ক সংস্কার, লাইসেন্স তদারকি, টাফিক পুলিশের দায়িত্ব সচেতনতা সর্বোপরি ড্রাইভারদের প্রশিক্ষণ  প্রদানের উপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য প্রতিবারের মতো এই বৎসরও স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসার সৌজন্যে টি-শার্ট  প্রদান করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন