আজ ২৬ ফেব্রুয়ারী শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন যায়গায় পুর্ব ঘোষিত সরকারি নিদর্শনা অনুযায়ী যে সকল লোক এখনো কভিড-১৯ করোনা ভেকসিন (টিকা) গ্রহন করেননি সে সকল লোকদের প্রচার প্রচারনার মাধ্যমে সচেতনতা তৈরি করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্হ্য মন্ত্রনালয়ের বিষেশ কর্মসূচিতে প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ দেওয়ার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে।
যাতে করে আজ ১ কোটি মানুষের মধ্যে এই ভেকসিন (টিকা) কার্যক্রম পরিচালনা করা যায়। আর এই কর্মসুচি সফল করতে
জাতীয় সংগঠন নিরাপদ সড়ক চাই টংগিবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ভুমিকা। টিকা গ্রহন কারিদের জন্য রাখা হয়েছে মিনারে ওয়াটার, চা, বিস্কুট।
নিরাপদ সড়ক চাই সংগঠনের পক্ষ্য থেকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা সদর উপজেলা, রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বাচ্চু শেখ, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির কার্যকরী ও নিসচা টংগিবাড়ী উপজেলা শাখার সভাপতি এম জামাল হোসেন মন্ডল, নিসচা কেন্দ্রীয় সদস্য ও রামপাল ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়াডের সদস্য কাজী ফুলন মেম্বার, রামপাল ইউনিয়ন পরিষদের সচিব কবির হোসেন, ৯ নংওয়াডের সদস্য শাহাবুদ্দিন শনি, ৭ নং ওয়াডের সদস্য করিম মেম্বার, প্রমুখ।