২৩ এপ্রিল রোজ রবিবার বিকালে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিফাত উদ্দিনের সাথে ঈদ উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানযট নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দুস সালাম এর নেতৃত্ব এ সময় আর উপস্থিত ছিলেন নিসচা উপজেলা শাখার কার্যকরী সদস্য আবিদুর রহমান কাওছার, সজিব আহমদ, কামরুজ্জামান, সমুন আহমদ, সম্রাট।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিফাত উদ্দিন বলে কমলগঞ্জ উপজেলা বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ কি ভাবে করা যায় ও যানযট এর প্রতিকার সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেন। এ নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সকল সদস্য দের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।