কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান এর সাথে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলার কমিটির শাখার নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
উপজেলা চেয়ারম্যান এর সাথে সড়ক দুর্ঘটনা নিয়ে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় হয়। আজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় সময় অনুষ্ঠিত হয়েছে।
কমলগঞ্জে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা এবং মৃত্যু। এছাড়া উপজেলা সড়কের অসঙ্গতি অনিয়ম এবং দুর্ঘটনার কারণ বিষয়ে উপজেলা চেয়ারম্যান এর সামনে তুলে ধরা হয় এবং নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এছাড়াও কমিটির অনুমোদন পত্র প্রদান করা হয়।
মতবিনিময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই , কমলগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সালাম খোকন ও সদস্য সচিব মো: এস.এম কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন৷