English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

কবি-সাহিত্যিক সোহাইল আহমদের সাথে নিসচা বড়লেখা উপজেলা শাখার মতবিনিময়

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: ফ্রান্স প্রবাসী কমিউনিটি নেতা কবি সাহিত্যিক সমাজসেবক মাওলানা সোহাইল আহমদের আমন্ত্রণে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টায় পৌর শহরের ইয়াম্মী প্যারাডাইসে আয়োজিত অনুষ্ঠানে নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান। প্রধান অতিথির বক্তব্য দেন ফ্রান্স প্রবাসী লেখক সাহিত্যিক মাওলানা সোহাইল আহমদ সোহেল।

বিশেষ অতিথির বক্তব্য দেন এম.সি. ইনস্টিটিউট ফ্রান্সের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা বদরুল ইসলাম, সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, নিসচা বড়লেখা শাখার উপদেষ্টা সুলতান আহমদ খলিল, পৃষ্টপোষক প্রভাষক তারেক আহমদ, মোহাম্মদ হানিফ পারভেজ, মাওলানা মাসুম আহমেদ।

এছাড়াও বক্তব্য দেন সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক আমান হাসান, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য মো. জমির উদ্দিন, আশফাক আহমদ। এসময় আরও উপস্থিত ছিলেন দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, প্রকাশনা সম্পাদক গণেশ কর, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যকরী সদস্য কামরুল ইসলাম, শাহরিয়ার শাকিল, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, এহসান আহমদ, সাহেদ আহমদ পাবেল, শাহাব উদ্দিন, আফজাল হোসেন রুমেল, মাহিনুর ইসলাম মাহিন, মজনুর রহমান, সাধারণ সদস্য সানি আহমদ, সুয়েল আহমদ, রেজাউল ইসলাম, আলিম উদ্দিন প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, নিসচা বড়লেখা উপজেলায় প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক, মানবিক, স্বেচ্ছাসেবী ও সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা মূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করছে। যা প্রশংসার দাবি রাখে। আমি প্রবাস থেকে নিসচা’র কার্যক্রম প্রতিনিয়ত লক্ষ্য করেছি। আমি তাদের কার্যক্রমের প্রতি সম্মান জানিয়ে এই আয়োজনের ব্যবস্থা করেছি। তাছাড়া নিসচা বড়লেখা শাখা টানা ২য় বারের মতো জাতীয়ভাবে দেশ সেরা সংগঠনে কৃতিত্ব অর্জন করে বড়লেখাবাসীকে গর্বিত করেছে। আমি এই জনপদের সন্তান হয়ে তাদেরকে স্যালুট জানাই। তাদের সকল কার্যক্রমের প্রতি আমার সমর্থন ও স্বতঃস্ফূর্ত সহযোগিতা অব্যাহত থাকবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন